সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। এর পরপরই ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর জেরুজালেমে ফরাসি কনসুলেট বন্ধ করার প্রস্তাব উত্থাপন করেন।
ম্যাক্রোঁ বলেন, এই মুহূর্তে কোনো গুরুতর বা বাস্তবসম্মত ভূখণ্ড বিনিময় পরিকল্পনা নেই। যে কোনো ধরনের আঞ্চলিক সমাধান অবশ্যই সংশ্লিষ্ট পক্ষের উপস্থিতি ও সম্মতিতে হতে হবে। বিশেষত ইউক্রেনের প্রেসিডেন্টের অংশগ্রহণ ছাড়া এই বিষয়ে আলোচনা অসম্ভব।